পথ অবরোধ। পথের দাবীতে। চাঁচলের থাহাঘাটি হাই মাদ্রাসা মোড়ে।

মুকুল আলম এর ফেসবুক পোস্ট-
পথ অবরোধ । পথের দাবীতে। থাহাঘাটি হাই মাদ্রাসা মোড়ে । 25/07/2019 পথ অবরোধ। পথের দাবীতে। চাঁচলের থাহাঘাটি হাই মাদ্রাসা মোড়ে। চাঁচল থেকে দু' কিমি দূর। এক বছর ধরে পথ বেহাল। চলতি বর্ষায় থাহাঘাটি গ্ৰামে এক হাটু জল। শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, নিত্যযাত্রী , যানবাহন সবাই বিপাকে।

               অথচ প্রশাসনের হেলদোল নেই। ভোট আসে ভোট যায়। পথ তেমনি থেকে যায়। প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রী সদর মহকূমা চাঁচলে যান। এ পথেই। বিহার থেকেও অনেক মানুষ আসেন। এ পথ ধরেই।

                অবিলম্বে এ পথের কাজ না হলে আরো বৃহত্তর অবরোধ করতে বাধ্য থাকবে --- আপামর গ্ৰামবাসী তথা থাহাঘাটি হাই মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ।

               তাই, সবার কাছে বিনম্র সানুনয় প্রার্থনা, পোস্টটি শেয়ারে প্রশাসনিক কর্তাদের নিকট বার্তাটি পৌঁছাক।




Share on Whatsapp
Previous Post Next Post