নাতির হাতে খুন হল দাদু, চাঞ্চল্য চাঁচল থানার শাহবাজপুর গ্রামে

নাতির হাতে প্রান হারাল দাদু। মালদা জেলার চাঁচল থানার শাহবাজপুর গ্রামে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম জহিরুদ্দিন (৬০)। অভিযুক্তের নাম ফেরদৌস আলম। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।




 পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, জহিরুদ্দিনের সঙ্গে তার নাতির জমি নিয়ে পুরনো বিবাদ ছিল। এদিন সকালে জহিরুদ্দিন বাজার সেরে বাড়ি ফিরছিলেন। ফিরদৌসের বাড়ির সামনে দিয়েই তাকে ফিরতে হয়। আগে থেকেই সেখানে দাড়িয়েছিল ফিরদৌস। তার বাড়ির সামনে জহিরুদ্দিন আসতেই ছুরি সহ তার উপর ফিরদৌস ঝাঁপিয়ে পড়ে। তাঁর পেটে ছুরি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। ওই প্রৌঢ়ের আর্তনাদে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক ওই ব্যাক্তিকে মৃত বলে ঘোষণা করে। চাঁচল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফিরদৌস পলাতক। 

          WhatsApp Vital Video           





Share on Whatsapp
Previous Post Next Post