হরিশ্চন্দ্রপুর দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের।

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুর থানার কুশীদা রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আফতাব আলি (২৫) ও তারিক আলম (২৭)। আফতাবের বাড়ি কুশিদা অঞ্চলের ভগবানপুর এলাকায় এবং তারিক বিহারের বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দুই বাইক চালককে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ বাইক দুটি আটক করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
Previous Post Next Post