বিক্ষোভের মুখে পড়লেন উত্তর মালদার সাংসদ তথা বিজেপি নেতা খগেন মুর্ম

chanchal news,harishchandrapur,malda,ratua
বিজেপি নেতা খগেন মুর্ম

রতুয়া 1 নং ব্লকের  বন্যা পরিদর্শন করতে গিয়ে বানভাসীদের তুমুল বিক্ষোভের মুখে পড়লেন উত্তর মালদার সাংসদ তথা বিজেপি নেতা খগেন মুর্ম । রতুয়ার বন্যা দুর্গতদের ত্রাণ বিলিতে জাতপাতের অভিযোগে সাংসদ খগেন মুর্ম কে বুধবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রায় তিন ঘন্টা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন শতাধিক মানুষ রতুয়া ব্লক চত্বরে।



খগেন মুর্মর গাড়ির সামনে শতাধিক বানভাসি মানুষেরা তাদের বিভিন্ন অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। রতুয়া বন্যা কবলিত এলাকায় প্রথম দিন প্রবেশ করতেই সাংসদ কে ধিক ধিক ধিক্কার Slogan এলাকা বাসীর। জাতপাত নিয়ে দুর্গতদের ত্রান দেওয়া হচ্ছে,বুধবার রতুয়া 1 নং ব্লক আধিকারিকের কাছে এমনটাই অভিযোগ করতে যান সাংসদ।
এলাকা বাসীর দাবী এতদিন সাংসদ ছিলেন কোথায়? ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা

আরও পড়ুনঃমামার বাড়ি বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার ২০ বছরের যুবতী।

উত্তর মালদার সাংসদ তথা বিজেপি নেতা খগেন মুর্ম বলেন  ভিডিও  এর সাথে কোন জাতপাত নিয়ে  কথা হয়নি বাসিন্দারা জাতপাত নিয়ে বিক্ষোভ করছেন সেটা আমি জানি না এমনটাই বললেন খগেন মুর্মু


Previous Post Next Post