![]() |
| উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে CCU বিভাগে আগুন , মৃত ১ রোগী |
শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে অগ্নিকাণ্ডে মৃত এক রোগী। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। সিসিইউতে আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় আতঙ্কিত রোগীরা। দুর্ঘটনার সময় ১০ জন রোগী এই বিভাগে চিকিৎসাধীন ছিলেন।
তড়িঘড়ি রোগীদের স্থানীয় নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিইউ পরিদর্শন করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। কী কারণে এমন দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিকান্ডের ঘটনায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও হাসপাতালের তরফে এখনও কোনও কিছু জানানো হয়নি। জানা গিয়েছে সেই সময় সিসিইউতে আগুন লাগার খবর পেয়ে দমকল কর্মীরা তড়িঘড়ি চলে এসে রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যায়।
বাঁধের জল ছাড়ার কারনে হরিশ্চন্দ্রপুর ব্লকেরও নদীতীরবর্তী
দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও আতঙ্ক রয়েছে। পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন অগ্নিনির্বাপন ব্যাবস্থা রয়েছে। তবে কেন আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান শিলিগুড়ির বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য। তিনি হাসপাতালের সুপারের সাথে দীর্ঘক্ষন আলোচনা করেন। মেয়র বলেন অগ্নিনির্বাপণ ব্যাবস্থা বিষয়টি খতিয়ে দেখা হবে।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার জানান ভেন্টিলেশনের একটি মেশিন থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
