হরিশ্চন্দ্রপুরের রহমতপুর ট্রাক্টরের ধাক্কায় মৃত হল এক মাদ্রাসার ছাত্র।

চাচল:ট্রাক্টরের ধাক্কায় মৃত হল এক বেসরকারি মাদ্রাসা পড়ুয়ার। গুরতর জখম হয়েছে  তার বন্ধুও। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া
রহমতপুর ৮১নং জাতীয় সড়কের উপরে সােমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে। পরিবার সূত্রে খবর, মৃত ছাত্রটির নাম রয়েল আলি(১১)। তার বন্ধু দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে। তাকে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা।

মালদায় উদ্বার অর্দ্ধদগ্ধ যুবতীর পরিচয় জানতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ পুলিশ ।



বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। দুজনেই কনুয়া বেসরকারি মাদ্রাসার ছাত্র। প্রত্যদর্শীরা জানান, মাদ্রাসা থেকে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর তাদেরকে ধাক্কা মারে। দু'জনকেই চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয় রয়েলের। আর তার বন্ধু চিকিৎসাধীন রয়েছে। নিহত রয়েলের বাড়ি চাঁচল ২ ব্লকের শাহুরগাছি গ্রামে। রয়েল আলীর বাবা মুক্তার আলী পেশায় দিনমজুর।


ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে আসে শােকের ছায়া।ঘাতক ট্রাক্টর  চালক পলাতক। পুলিশ জানায় তাদের তল্লাশি চালানাে হচ্ছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

Previous Post Next Post