চাঁচল মহকুমায় মহাসমারোহে পালিত হল বিশ্বনবীর জন্ম দিবস।

সারা দেশের সঙ্গে চাঁচল মহকুমায় মহাসমারোহে পালিত হল বিশ্বনবীর জন্ম দিবস। এই দিনটিকে সামনে রেখে রবিবার দিন সকাল দশটা নাগাদ একটি বিশাল শোভাযাত্রার বের হয় যা গোটা চাঁচল শহর পরিক্রমা করে চাঁচলের নুরি জামে মসজিদে শোভাযাত্রাটি শেষ হয়।

এদিনের এই শোভাযাত্রায় অংশ নেন প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষ। চাঁচল নুরি জামে মসজিদের সম্পাদক মোজাম্মেল হক জানান, আমরা প্রতিবারই বিশ্ব নবীর জন্ম দিবস পালন করি। এবারও আমরা তা করছি। সকালে একটি শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রায় বহু মানুষ অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রত্যেকের হাতে সেন্নি তুলে দেওয়া হয়।
Previous Post Next Post