উত্তরবঙ্গ সংবাদ ২৫ জুলাই
===========================
চুরি যাওয়ার কিছুক্ষনের মধ্যেই বাইক সহ চোরকে ধরে ফেলল চাঁচল থানার পুলিশ।
===========================
চাঁচল, ২৫ জুলাইঃ মোটর বাইক চুরি যাওয়ার ঘন্টাখানেক বাদেই চুরির কিনারা করল চাঁচল থানার পুলিশ। বাইক সহ ধরা পড়ল চোর।ধৃতের নাম নাইম আলি(২৪)। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে চাঁচল সুভাষপল্লীর বাসিন্দা সুরজিৎ চৌধূরী পোস্ট আফিস মোড়ে একটি চায়ের দোকানের সামনে বাইক রেখে পাশেই একটি মুদির দোকানে যান। ওই সময় নাইম লক ভেঙে বাইকটি নিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলেই থাকা কয়েকজন ওই যুবকের পিছু ধাওয়া করলেও শেষ পর্যন্ত তাঁকে ধরতে ব্যর্থ হন। এরপর সুরজীৎ বাবু চাঁচল থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ তড়িঘড়ি অভিযানে নামে। আইসি সুকুমার ঘোষ জানান, ঘটনাস্থলে থাকা সিসি টিভি ফুটেজ দেখে কিছুক্ষনের মধ্যে হারোহাজরা থেকে বাইক সমেত ওই মোটরবাইক চোরকে ধরে ফেলা হয়। এবং তাঁকে গ্রেফতার করা হয়।
Facebook Post News Click Now
===========================
চুরি যাওয়ার কিছুক্ষনের মধ্যেই বাইক সহ চোরকে ধরে ফেলল চাঁচল থানার পুলিশ।
===========================
চাঁচল, ২৫ জুলাইঃ মোটর বাইক চুরি যাওয়ার ঘন্টাখানেক বাদেই চুরির কিনারা করল চাঁচল থানার পুলিশ। বাইক সহ ধরা পড়ল চোর।ধৃতের নাম নাইম আলি(২৪)। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে চাঁচল সুভাষপল্লীর বাসিন্দা সুরজিৎ চৌধূরী পোস্ট আফিস মোড়ে একটি চায়ের দোকানের সামনে বাইক রেখে পাশেই একটি মুদির দোকানে যান। ওই সময় নাইম লক ভেঙে বাইকটি নিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলেই থাকা কয়েকজন ওই যুবকের পিছু ধাওয়া করলেও শেষ পর্যন্ত তাঁকে ধরতে ব্যর্থ হন। এরপর সুরজীৎ বাবু চাঁচল থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ তড়িঘড়ি অভিযানে নামে। আইসি সুকুমার ঘোষ জানান, ঘটনাস্থলে থাকা সিসি টিভি ফুটেজ দেখে কিছুক্ষনের মধ্যে হারোহাজরা থেকে বাইক সমেত ওই মোটরবাইক চোরকে ধরে ফেলা হয়। এবং তাঁকে গ্রেফতার করা হয়।
Facebook Post News Click Now
Share on Whatsapp
