চাঁচল, বিশ্বনবীর জন্মদিনের মিছিলে যোগ দিতে যাওয়ার পথে মোটরবাইকের ধাক্কায় মৃত কিশোর

বিশ্বনবীর জন্মদিনের মিছিলে যোগ দিতে যাওয়ার পথে মোটরবাইকের ধাক্কায় মৃত কিশোর
বিশ্ব নবীর জন্মদিনের মিছিলে যোগ দিতে যাওয়ার সময়  মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে  চাঁচল থানার স্বরুপগঞ্জ এলাকার বিহার সীমান্ত এলাকায়। এই ঘটনায় মৃত  পরিবারের লোকেদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি চাঞ্চল্য  ছড়িয়েছে ওই এলাকায়। যদিওদুর্ঘটনাটি বাংলা ও বিহার সীমান্তবর্তী এলাকার  ঘটনার ফলে বিহার রাজ্যের আবাদপুর থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে কাঠিয়ার জেলার  আবাদপুর থানার পুলিশ।

আরো পড়ুনঃচাঁচল মহকুমায় মহাসমারোহে পালিত হল বিশ্বনবীর জন্ম দিবস।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই কিশোরের নাম জুলফিকার আলম (১৪)। বাবার  নাম ইউসুফ আলী। বাড়ি বিহার রাজ্যের কাঠিয়ার জেলার আবাদপুর থানার হাট  বলরামপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন গোটা দেশের পাশাপাশি  চাঁচল মহাকুমা জুড়ে পালিত হচ্ছে বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে শান্তি মিছিলের  যাত্রা। এদিন ওই যাত্রাতেই ছোট ভাইয়ের সাথে স্বরুপগঞ্জ যোগ দিতে যাচ্ছিল  জুলফিকার। ওই সময় স্বরুপগঞ্জ-এর বিহার সীমান্ত এলাকায় পিছন দিক থেকে একটি  দ্রুতগতিতে ছুটে আসা মোটরবাইক সজোরে জুলফিকারকে ধাক্কা মারে। ছিটকে গিয়ে  রাস্তার মধ্যে পড়ে যায় ওই কিশোর। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে  পড়ে জুলফিকার। ওই দুর্ঘটনায় গুরুতর ভাবে তার গলায় আঘাত লাগার ফলে  শ্বাসনালী কেটে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু ঘটে  জুলফিকারের। পরবর্তীতে খবর দেয়া হয় চাঁচল থানায় এবং কাঠিয়ার জেলার  আবাদপুর থানায়। দুই থানার পুলিশ ঘটনাস্থলে এসে এলাকা চিহ্নিত করে আবাদপুর  থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে ওই  ঘটনায় জুলফিকারের পরিবারের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
Previous Post Next Post