মালদা , ০৭ ডিসেম্বরঃ মালদায় আমবাগানে এক অজ্ঞাত পরিচয় এক যুবতীর অর্দ্ধদগ্ধ দেহ উদ্বারের ৪৮ ঘণ্টা পরেও ঐ যুবতীর কোন পরিচয় জানতে পারল না পুলিশ। অধরা রয়েছে এই খুনের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীরা । এই অবস্থায় জেলা পুলিশ সোশ্যাল মিডিয়ার সাহায্য নিল। প্রসঙ্গত ইংরেজবাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের টিপা জানি গ্রামে যে আমবাগানের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় ওই যুবতীর দেহ উদ্ধার হয়েছিল । সেই পুরো পরিস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে জেলা পুলিশ।
ইতিমধ্যে কোতোয়ালির আমবাগানে যুবতীর অগ্নিদগ্ধ ঘিরে মালদায় প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মোমবাতি মিছিল করে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
মালদা শহরের ফোয়ারা মোড়ে শুক্রবার রাতের ডান-বাম সব দলই পৃথক পৃথকভাবে এই খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হন।
অন্যদিকে প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়া মৃত যুবতীর পরিচয় জানার জন্য জেলা পুলিশের একটি বিশেষ তদন্ত কমিটির দল গঠন করা হয়েছে। যারা চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন। মৃত যুবতীর দেহ যে জায়গায় পড়েছিল তার মাটি , পোড়া ঘাস সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে জেলা পুলিশ। শনিবার মালদায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরেনসিক দল আসার কথা রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে তদন্তে দুইবার গিয়েছেন মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ পদস্থ কর্তারা। কিন্তু এখনো পর্যন্ত এই খুনের কোন বিশেষ উৎস পুলিশের হাতে উঠে আসে নি। আর তারই পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে পোস্ট করা হয়েছে । সাহায্য চাওয়া হয়েছে সাধারণ মানুষের । যেকোনো পরিস্থিতিতে পুলিশ এখন এই ঘটনার কিনারা করতে তৎপর।