হরিশ্চন্দ্রপুরের ইলাম গ্রামে বোম বাস্ট হোয়াই আতঙ্কিত গ্রামবাসী


হরিশ্চন্দ্রপুর: আজ সকাল সাতটা নাগাদ  বোম বাস্ট হোয়াই আতঙ্কিত গ্রামবাসী। ঘটনাস্থল থেকে খবর রাত্রি বারোটা নাগাদ গ্রামবাসীরা একটি বিকট আওয়াজ শুনতে পাই।
সকালে একটি ট্রাক্টর ড্রাইভার চঞ্চল জানাই সেখানে ট্রাক্টর নিয়ে তুটকঠি  বোঝাই করতে গেলে সামনের চাকা বোম এর সাথে স্পর্শ হয় তৎক্ষণাৎ বম বাস্ট হয় ট্রাক্টর এর ইঞ্জিন লাফিয়ে উঠে পুরো ইঞ্জিন কালো ধোঁয়ায় ভর্তি হয়ে যায় বমটি বেশি পাওয়ারফুল না  হওয়াই কোন ক্ষয়ক্ষতি হয়নি এমনটাই জানিয়েছেন ট্রাক্টর চালক  চঞ্চল । ঘটনায় আতঙ্কিত হয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কে খবর দেন গ্রামবাসী ঘটনাস্থলে তৎক্ষণাৎ এসে পৌঁছায় পুলিশ  তদন্ত শুরু করে  ঘটনাস্থল থেকে আরো তিনটি বোম পাওয়া যায়।
কে বা কারা এমন ঘটনা ঘটতে পারে এসব নিয়ে তদন্ত শুরু করেছে  হরিশ্চন্দ্রপুর থানার এস আই সাহেব ।

Previous Post Next Post