![]() |
| মালদায়-বন্যাদুর্গতদের-পাশে-(AIMIM) |
![]() |
| মালদায়-বন্যাদুর্গতদের-পাশে-(AIMIM) |
কর্তাদের নিয়ে বন্যা এলাকা পরিদর্শন করলেন অল্ ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এর নেতা জনাব মতিউর রহমান সাহেব। গতকাল সকাল ১০ সময় এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অল্ ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এর নেতা জনাব মতিউর রহমান সাহেব। গতকাল পরিদর্শনে গিয়ে জনগণের সাথে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ শুনেন। স্থানীয় বাসিন্দাদের হাতে শুকনো খাবার ও ওষুধ তুলে দিলেন এই প্রতিনিধি দল। টানা বৃষ্টিপাতের ফলে গঙ্গা ফুলাহারের জলস্তর লাফিয়ে লাফিয়ে বাড়ছে।প্লাবিত হয়েছে জেলার মানিকচক ব্লকের গোপালপুর ও মানিকচক অঞ্চল।রতুয়া ১ ব্লকের বিলাইমারী,কাহালা,দেবীপুর,রতুয়া ,বাহারাল অঞ্চল।
![]() |
| অল্ ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন। |
দেবীপুরের সূর্যাপুর এলাকায় ইতিমধ্যে ফুলাহার নদী বাঁধ ভেঙে প্লাবিত করেছে সংরক্ষিত এলাকা।এছাড়াও কালিয়াচক তিন ব্লকের পারদেউনাপুর,শোভাপুর অঞ্চল ও চাঁচল ২ ব্লকের বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত।প্রশাসনের তরফে জানানো হচ্ছে জেলায় প্রায় ত্রিশ হাজার পরিবার জলমগ্ন।যদিও বেসরকারি সূত্রে বানভাষী পরিবারের সংখ্যা আরো অধিক।এমতো অবস্থায় প্রশাসনের তরফে এলাকার বিদ্যালয় ও ফ্লাট সেন্টার গুলিতে দুর্গত পরিবার গুলিকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।ত্রাণ সামগ্রী পর্যাপ্ত পাচ্ছেনা বানভাষীরা এমনটাই অভিযোগ করেছেন।


