চাঁচল ৪ অক্টোবর: চাঁচল জগন্নাথপুরে মহানন্দা নদীতে নৌকা ডুবির ঘটনায় শুক্রবার সকালে আরও দুজনের দেহ উদ্ধার হল। গোটা রাত প্রশাসনের বিপর্যয় মোকাবিলার দল তল্লাশি চালিয়ে দুপুর পর্যন্ত এই দুটো দেহ উদ্ধার করে। মৃতদের নাম নাজমা বিবি (৫৬), তামান্না পারভিন (১৪)। রাত থেকেই ঘটনাস্থলে রয়েছেন মালদা জেলা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য ও পুলিশ সুপার। এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী।
রয়েছে। দুই পাড়েই রয়েছে বিশাল পুলিশবাহিনী। বিহারের বারসই, মা চাঁচোল, উত্তর দিনাজপুরের ইটাহারের সংযোগস্থলে নাগর ও বুড়ি মহানন্দা মিলিত হয়েছে মহানন্দায়। এই তিনটি সংযোগস্থলেই কাল নৌকাডুবির ঘটনা ঘটে। প্রিয়জনদের খুঁজতে এলাকায় প্রচুর মানুষ নদীর তিন পাড়েই ভিড় জমিয়েছেন। তবে এলাকায় রয়েছে তীব্র উত্তেজনা।

