মালদা বুধবার ভােররাতে বসতির একটি বাড়িতে আগুন লাগে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে। আগুনে পুড়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে বলে খবর ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। আগুন নেভানাের চেষ্টা চলছে।
ইংরেজ বাজার শহরের ১২ নম্বর ওয়ার্ড অরবিন্দ কলনি লাগােয়া এলাকায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে মারা গিয়েছে শেফালী বরুয়া (৫৮) নামে এক মহিলা। ঘটনায় এলাকায় শােকের ছায়া নেমে এসেছে। আগুন লাগার ঘটনা ঘটেছে ভাের সাড়ে তিনটা নাগাদ। দমকল
সময় মত ঘটনাস্থলে না পৌঁছায় আগুনের চেহারা ভয়ঙ্কর আকার নেয়।১২ টা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মােট ৬ জন বাড়ির মালিকের এবং এর ফলে মােট ১৭ জন এফেক্টেড হয়েছে বর্তমানে তাদের রাখা হয়েছে এলাকাতে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে আইসিডিএস এর তরফ থেকে তাদের খাওয়ানাের ব্যবস্থা করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যেই বাড়িটিতে প্রথম আগুন লেগেছিল, সেখানে গ্যাস সিলিন্ডার কোনও কারণে খােলা ছিল। ফলে কোনও এক ব্যক্তি যখন ধূমপান করার জন্য সেই ঘরে আগুন
জ্বালায়, মুহূর্তে ঘরে আগুন লেগে যায়। গ্যাস সিলিন্ডার খােলা থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় বসতির ১২টি বাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখছে তারা।
হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসিহাটা বাসস্ট্যান্ডে নতুন যাত্রী প্রতীক্ষালয়ের দাবিতে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।
ইংরেজ বাজার শহরের ১২ নম্বর ওয়ার্ড অরবিন্দ কলনি লাগােয়া এলাকায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে মারা গিয়েছে শেফালী বরুয়া (৫৮) নামে এক মহিলা। ঘটনায় এলাকায় শােকের ছায়া নেমে এসেছে। আগুন লাগার ঘটনা ঘটেছে ভাের সাড়ে তিনটা নাগাদ। দমকল
সময় মত ঘটনাস্থলে না পৌঁছায় আগুনের চেহারা ভয়ঙ্কর আকার নেয়।১২ টা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মােট ৬ জন বাড়ির মালিকের এবং এর ফলে মােট ১৭ জন এফেক্টেড হয়েছে বর্তমানে তাদের রাখা হয়েছে এলাকাতে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে আইসিডিএস এর তরফ থেকে তাদের খাওয়ানাের ব্যবস্থা করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যেই বাড়িটিতে প্রথম আগুন লেগেছিল, সেখানে গ্যাস সিলিন্ডার কোনও কারণে খােলা ছিল। ফলে কোনও এক ব্যক্তি যখন ধূমপান করার জন্য সেই ঘরে আগুন
জ্বালায়, মুহূর্তে ঘরে আগুন লেগে যায়। গ্যাস সিলিন্ডার খােলা থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় বসতির ১২টি বাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখছে তারা।