চাঁচলের ইসলামপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত মহিলা।


Harun Al Rasid GALIMPUR UPDATE:-বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত মহিলা: ঘটনাটি ঘটে আজকে সকাল ৮:৩০ টা নাগাদ গালিমপুরের পার্শ্ববর্তী ইসলামপুরে (ঝকরদীঘি)। মৃত মহিলার নাম নেহার ওরফে ভেলো। বয়স আনুমানিক ৪৫ বছর। বাড়িতে তিনি একায় থাকতেন। স্বামী কয়েকবছর আগেই মারা গেছেন। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন।
 আজ সকালে তিনি  বাড়ি থেকে কিছু দুরেই জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে বের হোন। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মধ্যে একটি হাঁসের_ফার্মে জড়ানো ইলেকট্রনিক তারে শক লেগে জড়িয়ে পরেন ঐ মহিলা। স্থানীয় এক ব্যক্তি বলেন, শিয়ালের উৎপাত থেকে ফার্মের হাঁসকে বাঁচাতে ফার্ম মালিক সরু লোহার তার দিয়ে ফার্মকে ঘিরে সেই তারে বিদ্যুৎ সংযোগ করে রাখেন। এই তারেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলেন পরিবারের একাকী এই মহিলা। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Previous Post Next Post