মালদায় বিপত্তি ঘটলো তিস্তা তোর্সা এক্সপ্রেসে।

মঙ্গলবার রাত্রে ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেন মালদা স্টেশন থেকে ছাড়ার পর কলকাতার দিকে রওনা হলে খানিকটা গিয়েই ইঞ্জিনের সামনে থাকা কাউক্যাচার টি ভেঙে পড়ে গেলে ট্রেন রেল লাইনের উপরে দাঁড়িয়ে যায়। খবর দেওয়া হয় মালদা রেলওয়ে ডিভিশন কে। খবর পেয়ে রেলের কর্তারা ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসেন।

মালদায় আগুনে পুড়ে ছাই বসতির ১২টি বাড়ি,মৃত্যু এক।


ইঞ্জিনিয়ার সামনের অংশ কাউ ক্যাচার টি রেললাইনে উপর থেকে গ্রিল মেশিন দিয়ে কেটে ফেলে দেন। প্রায় ঘন্টা দুয়েক ডাউন রেল লাইনে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে।জানা যায় প্রতিদিনের মতন মালদা রেল স্টেশন থেকে ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস নির্ধারিত সময়ে কলকাতার দিকে ছেড়ে যায় ।

হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসিহাটা বাসস্ট্যান্ডে নতুন যাত্রী প্রতীক্ষালয়ের দাবিতে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।


মালদা স্টেশন থেকে ছাড়ার পরই শহরের হ্যান্টা কালী সংলগ্ন এলাকায় রেল লাইনের ধারে এসে হঠাৎই রেল চালক গাড়িটি থামিয়ে দেয়। দেখা যায় রেলের সামনের ইঞ্জিনের নিচের অংশে কাউক্যাচার টি ভেঙে রেললাইনের উপর পড়ে যায়। কিছুক্ষণ রেল চলাচল বন্ধ হওয়ার পরে পড়ে থাকা রেল লাইনের উপরে অংশটিকে কেটে ফেলা হয় এবং তারপর কিছুক্ষণ পর রেল চলাচল স্বাভাবিক ঘটে।

Previous Post Next Post