এন.আর.সির বিরোধিতায় প্রস্তুতি সভা মানিকচক ব্লকে ।


মালদাঃ সমগ্র দেশ জুড়ে এন.আর.সি নামক যে কালাকানুন বিজেপি সরকার লাগু করতে চাইছে তার বিরোধিতা করে আগামী 12 ডিসেম্বর সমগ্র মালদা ব্যাপি এক বিশাল জনজাগরণ আন্দোলন হতে চলেছে। আজ মালদা জেলা পরিষদের সভাধিপতি  শ্রী গৌর 
চন্দ্র মন্ডল  নেতৃত্বে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস প্রধান কার্যালয়ে এন.আর.সি বিরোধী আন্দোলন নিয়ে প্রস্তুতিসভার আয়োজন করা হয়েছে।মাননীয় শ্রী গৌর চন্দ্র মন্ডল মহাশয় উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত সকলের নিকট আগামী 12 তারিখের জনজাগরণ আন্দোলনের রূপরেখা এবং কর্মপন্থা বিবৃত করেন।
Previous Post Next Post