 |
| ইলাম মিশন |
প্রতি বছরের মতাে,এবছরেও শনিবার হরিশ্চন্দ্রপুর ২ নাম্বার ব্লক অন্তর্গত দৌলতপুর অঞ্চলের ইলাম মিশন শুরু হয়েছে নৈশ ঝার্নি প্রতিযােগীতা।দূর দূরান্তের ঝার্নি শিল্পীদের নিয়ে আয়ােজন করা হয়ছে এই অনুষ্ঠান। মালদা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের সদস্য সামিউল ইসলাম,মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা হরিশ্চন্দ্রপুর বিধায়ক মুস্তাক আলম সাহেব,
উপস্থিত ছিলেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমানবিহারী বসাক ও দৌলতপুর অঞ্চলের প্রধান উপপ্রধান
শনিবার নৈশ ঝার্নি প্রতিযােগিতা ও রবিবার জয়ী শিল্পীদের পুরষ্কার বিতরনী আয়ােজিত হবে বলে খবর। ইলাম পূর্বপাড়া যুবক বিন্দের উদ্যোগে আয়ােজিত হয় এই ঝার্নি প্রতিযোগিতা অনুষ্ঠান।এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছে বিভিন্ন ধরনের দোকান। দূর-দূরান্ত থেকে বহু ব্যবসায়ী মেলায় দোকান নিয়ে বসে। মেলায় জন সমাগম ছিল প্রচুর। এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতে জমজমাট ঝার্নি প্রতিযােগীতার সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির বহন করলেন ইলাম যুবক কমিটি