কালনায় তৃণমূল কাউন্সিলরের গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

উত্তরবঙ্গ সংবাদ

বর্ধমান, ৪ অগাস্টঃ তৃণমূল কাউন্সিলরের গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কালনার কাঠিগঙ্গা এলাকায়। একইসঙ্গে দলনেত্রীর ছবি ও ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির লোকেরা ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলার সমরজিৎ হালদারের। যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন জেলা বিজেপির সহ সভাপতি ধনঞ্জয় হালদার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কালনা শহরের ৫ নম্বর ওয়ার্ডের কাঠিগঙ্গায় রয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। সেই কার্যালয়ের সামনেই রাখাছিল তৃণমূল কাউন্সিলর সমরজিৎ হালদারের গাড়িটি। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার ভোরে কাউন্সিলরের গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন তাঁরা। আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় তৃণমূল নেত্রীর ছবি, ব্যানার ও ফেস্টুন। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। সেখানে পৌঁছান কাউন্সিলার সমরজিৎ হালদার। কিছুক্ষণের চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সম্পূর্ণ পুড়ে যায় গাড়িটি।


Share on Whatsapp
Previous Post Next Post