সমাজে গরীব বা পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা (FREE TUITION)

পাঠশালা (FREE TUITION) এটি একটি ফেসবুক গ্রুপ
এই  গ্রূপ এর উদ্যেশ্য শিক্ষার আলো সমাজের ছড়িয়ে দেওয়া
অন্ধকার থেকে আলোর পথে যাত্রা এর একমাত্র উপায় হলো শিক্ষা. সমাজে গরীব বা পিছিয়ে পড়া শিশুদের আমরা সেই আলো দেবার চেস্টা করেচলছি . কিন্তূ একা কিছু করা সম্ভব নই .

আমাদের চেস্টার কিছু মহুর্তে তোলা ছবি
সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে এই গরিব বা পিছিয়ে পড়া শিশু গুলো আলোর পথের যাত্রাটা সুবিধা হয়.
1) আপনার ঘরে পড়ে থাকা বইয়ের একটা ছবি তুলুন বইটির শেষ সংস্করণ কত সালে,কোন ক্লাসের বই,কোন বিষয়ের বই, বইটা কোন ভাষায় লেখা বাংলা না ইংলিশ, লেখক এর নাম প্রভৃতি তথ্য দিয়ে এবং আপনার ফোন নং টা দিয়ে এই গ্রুপে পোস্ট করুন . আপনার একটা ছোটো হেল্প কারো জীবন বদলে দেবে ...........
যার প্রয়োজন হবে প্রয়োজনীয়তা দেখিয়ে আপনার কাছ থেকে সংগ্রহ করে নেবেন। আপনি যদি নতুন বই কিনে দিতে চান সেটাও জানাতে পারেন। অথবা আপনার পড়ে থাকা শিক্ষা সামগ্রী এই গ্রূপ এর মাধম্যে দুস্থ পড়ুয়াদের হাতে তুলে দিতে পারেন,.........
2) আর্থিক অনটনের কারণে কোন পড়ুয়া শিক্ষা সামগ্রী কিনতে না পারলে নিজের পরিচয়,ঠিকানা ও কি কি বই প্রয়োজন সঠিক তথ্য দিয়ে এবং ফোন নং দিয়ে পোস্ট করুন. এই গ্রূপ.
আমার চেস্টা করবো ... তাদের সমস্যা দূর করার ...

এই গ্রূপ টাকে share করে ছড়িয়ে ফেলুন যাতে কিছু গরীব মানুষের কাজে আমারা সবাই আসতে পারি .

Click Now Facebook Group 



Share on Whatsapp
----
Previous Post Next Post