কনুয়া ভবানীপুর আগুনে পুড়ে ছাই তিনটি ঘর।


বৃহস্পতিবার রাত্রি 9 নাগাদ চাঁচলের কনুয়া ভবানীপুর গোয়াল ঘরের মশা তাড়ানো খড়ের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তা মূহুর্তের মধ্যে গোয়াল ঘর থেকে রান্নাঘর ও রেশন ঘর এ আগুন ছড়িয়ে যায়।গোয়াল ঘর থেকে গরু ছাগল বের করে গ্রামবাসীরা।
 Registerd Now

 আর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।কিছুক্ষণের মধ্যে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে  আগুনের খবর শোনা মাত্রই চাঁচল  ও হরিশ্চন্দ্রপুর থানার প্রশাসন আছে। আগুনে ক্ষতিগ্রস্ত রেশম ঘরে থাকা ঢালা 
চন্দ্রকি আরো অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

Previous Post Next Post