চাঁচলের কনুয়ায় আগুনে ভস্মীভূত ক্ষতি লক্ষাধিক।


মঙ্গলবার ভোররাতে চাঁচলের কনুয়া লাইব্রেরির পাশে কামাল সিরাজের গোয়াল ঘরের মশা তাড়ানো খড়ের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তা মূহুর্তের মধ্যে গোয়াল ঘর থেকে পাশেই তথ্য মিত্র কেন্দ্রে আগুন লাগে। তার পাশে একটি সিমেন্ট 



বোঝাই করা ঘরেও আগুন লাগে।বলে অনুমান করছে গ্রামবাসী। ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি গরু ও তথ্যমিত্র কেন্দ্রে থাকা 12 টি কম্পিউটার 2 টি ল্যাপটপ একটি বড় জেরক্স ও একটি মিনি জেরক্স কালার প্রিন্টার ও বিভিন্ন রকমের দরকারি নথি পুড়ে ছাই বলে জানান   ক্ষতিগ্রস্ত তথ্যমিত্রের  মালিক আবু তালেব। আরো
 পাশের ঘরে থাকা  চল্লিশ প্যাকেট সিমেন্ট।

আগুনে প্রায় ৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।
বলে জানান   ক্ষতিগ্রস্ত তথ্যমিত্রের  মালিক আবু তালেব।

Previous Post Next Post