কনুয়া:-দিদিকে বলো কর্মসূচি মাননীয় সামিউল ইসলাম।

------------

কনুয়া:-
গোটা বাংলা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচী।
(দিদিকে বলো-৯১৩৭০৯১৩৭০)। মানুষ খুব খুশি এবার থেকে সরাসরি তাঁরা তাঁদের কথা মমতা বন্দোপাধ্যায়কে জানাতে পারবেন তারই জন্যে এই কর্মসূচী যাতে সব মানুষের কাছে পৌঁছে যায়।
দিদিকে বলো কর্মসূচি নিয়ে   চাঁচল বিধানসভার জনগণের জনপ্ৰিয় জননেতা তথা ভূমিপুত্র মাননীয় সামিউল ইসলাম   মহাশয়ের নেতৃত্বে  অলিহণ্ডা অঞ্চলের অন্তৰ্গত কনুয়া 163 নং   বুথে  মানুষের বাড়ী বাড়ী  গিয়ে জনসংযোগ যাত্ৰা সম্পূৰ্ণ  হলো ।উক্ত জনসংযোগ যাত্রায় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সন্মানিত সদস্য তথা চাঁচল 1 ব্লক তৃণমূল কংগ্ৰেস কমিটির কাৰ্যকারী সভাপতি মাননীয় সামিউল ইসলাম মহাশয় ,উপস্থিত ছিলেন উক্ত ব্লকের যুব নেতা মাননীয় রাজু সরকার( মেহেবুব) সাহেব,উপস্থিত ছিলো
 ব্লক ও স্থানিও নেত্রীত্ব এবং স্থানিও পঞ্চায়েত সদস্য ও সদস্যা ও শুভবুদ্ধি সম্পুর্ন্ন সাধারন মানুষ।


Share on Whatsapp
Previous Post Next Post