বিদ্যালয়ের ভেতর থেকে এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বোরোল প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই শিক্ষকের নাম মহঃ রকিব (২৮)। তিনি বোরোল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বিদ্যালয় থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, মৃত শিক্ষক তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর গ্রামের বাসিন্দা। পরিবারে রয়েছে স্ত্রী সহ দুই নাবালক পুত্র সন্তান। এদিন বিদ্যালয়ে আসার পরে বাড়িতে তিনি ফোনও করেন। এরপর বিদ্যালয়ে তিনি ক্লাস করিয়েছেন বলে জানা যায়। এরপর কি ঘটনা ঘটেছে বিদ্যালয় কর্তৃপক্ষ তেমনভাবে কিছুই জানাতে পারেনি।
মৃতের আত্মীয়রাদের কাছত থেকে জানা যায়, রকিব শান্ত মেজাজের ছেলে, গ্রামে সুনাম রয়েছে। ঘটনাটি পুরোপুরি রহস্যজনক বলে মনে করছেন। তবে পুলিশ পুর ঘটনার তদন্ত শুরু করেছে।
Share on Whatsapp
