চাঁচলঃ
মালদহের চাঁচল(কলিগ্রাম) ও কনুয়া, রহমতপুর, ঈদগাহ ময়দানে ঈদের নামাজের ছবি, সারা দেশের মতো সোমবার সকাল 07:45 মিনিটে শুরু হয় নামাজ। কলিগ্রাম ঈদগাহে প্রায় চার হাজার মানুষের সমাবেশ। নামাজ শেষে সকল মানব জাতির কল্যান কামনা ও ভাতৃত্বের আবেদন করে দোয়া প্রার্থনার মাধ্যমে ঈদের নামাজ সমাপ্ত হয়। নামাজ শেষে সকলে একে-অপরের সাথে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। সাথে সাথে পশু কুরবানীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয় ইমাম মঞ্চ থেকে।
প্রতিবারের মতো, চাঁচল ও হরিশ্চন্দ্রপুর পুলিশের নিরাপত্তাতেই শুরু হয় নামাজ।
পাশাপাশি চাঁচল মহকুমার প্রতিটি ঈদগাহতে সাড়ে আট টার পূর্বেই শুরু হয় নামাজ।
Share on Whatsapp