![]() |
| Litan Ali |
বাড়ির বড়ো ছেলে ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিল। ছয় মাস আগে কাজে যায় ওই যুবক । তারপর থেকে ছেলের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলের নিঃসন্ধান হওয়ায় গ্রামবাসীর দরজায় ঘুরে বেড়াচ্ছেন বাবা মা।
নিখোঁজ যুবকের নাম লিটন আলী , বয়স ৩০। তিনি বিবাহিত। 5 বছরের একটি সন্তানও রয়েছে ঘরে।। নিখোঁজ লিটনের বাড়ি মালদহের চাঁচল 1 নং ব্লকের কনুয়া গ্রামে। তাঁর বাবা সয়েদ আলী পেশায় কৃষক। মা ও স্ত্রী সাধারণ গৃহবধূ। পরিবারের অর্থিক জোগানের মূল সদস্য লিটন।
নিখোঁজের বাবা জানান, ছেলে ছয় মাস আগে হায়দ্রাবাদে রাজমিস্ত্রীর কাজে যান । গেল দুই ঈদে ঘরে ফিরেনি ছেলে।ছেলে ফোনে জানায়, হায়দ্রাবাদে L&T কোম্পানিতে তাদের কাজ। লিটন একমাস ধরে ঘরে ফোন করেনি। জুলাইয়ের 29 তারিখে নিখোঁজ হওয়ার দুইদিন পর কোম্পানী থেকে ঠিকাদার পরিবারকে জানান, লিটন কাজ শেষে বাজারে সবজি ক্রয় করতে গিয়েছিল, আর কলোনীতে ফিরেনি।
। তখন থেকে তার মোবাইল ফোনও বন্ধ হয়ে রয়েছে। তাঁদের ছেলে বেঁচে আছে, না কি মারা গিয়েছে, তাও তাঁরা জানতে পারছেন না। ছেলেকে ফিরে পেতে নিখোঁজের পরিবার চাঁচল থানায় মিসিং ডায়েরী করেছেন বলে জানান গ্রামবাসী ওবাইদুর রহমান। পরিবার বর্তমান এই অবস্থায় ভীষণ অসহায় বোধ করছেন। ছেলেকে ফিরে পাবেন কিনা জানেন না। তবে গত কালই লিটনের খোজেঁ হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন চারজন শিক্ষিত গ্রামবাসী। ছেলে এক মাস ধরে নিরুদ্দেশ হওয়ায় , মা বাবা ও স্ত্রীর চোখে নিদ্রা আসলেও তা অশ্রু পরিপূর্ন।
Name- Litan ali
S/O - Said ali
Village - Kanua
P.O - Isadpur
P.S - Chanchal
DIST - Malda
STATE - West Bengal
PINCODE- 732123.
MOBILE- 6305867108.
Abhi tak nahi mila agar kisise mile to iss number pe contact jarur karna .9775703034, 7651952552
jiyada se jiyada share kare
