কনুয়া হাই মাদ্রাসায় চলছে নির্মল বিদ‍্যালয় সপ্তাহ অভিযান ২০১৯।

 ছবি ও তথ্য বিপ্লব

সারা রাজ্যের জনগণের সুবিধার্থে কনুয়া কে বি কে আর হাই মাদ্রাসায়  চলছে নির্মল বিদ‍্যালয় সপ্তাহ অভিযান ২০১৯। আজকে ছিল বৃক্ষরোপন ও বাড়ি_সার্ভে_কর্মসূচি। বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ পার্শ্ববর্তী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শৌচাগার ব্যবহারের গুরুত্ব, বিশুদ্ধ_পানীয় জলের ব‍্যবহার, জলের_অপচয় রোধে বিভিন্ন পরামর্শ, এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য খাল বিল ও বাড়ির আশেপাশে বহুদিন ধরে জমে থাকা জলে ব্লিচিং পাউডার ও ফিনাইল ব্যবহারের পরামর্শ দেন পরিবারের সদস্যদের। জলের অপচয় রোধে বিদ‍্যালয়ের পক্ষ থেকে গ্রামের মানুষদের হাতে তুলে দেওয়া হয় জলের_টেপ।

আমাদের হোয়াটসআপ গুরুপে যুক্ত হতে ক্লিক করুন: Whatsapp 

আমাদের ­Facebook গুরুপে যুক্ত হতে ক্লিক করুন:Facebook

গ্রামের মানুষদের সচেতন করা হয় পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে। "গাছ লাগাও, প্রাণ বাঁচাও" --- এই স্লোগানকে সামনে রেখে বিদ‍্যালয়ের মাঠে বৃক্ষরোপণ করা হয়। এবং জনগণদের গাছ কাটার পরিবর্তে গাছ লাগানোর পরামর্শ দেন যাতে পৃথিবীর সমস্ত মানুষ গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে রক্ষা পায়।
Previous Post Next Post