ছবি ও তথ্য বিপ্লব
সারা রাজ্যের জনগণের সুবিধার্থে কনুয়া কে বি কে আর হাই মাদ্রাসায় চলছে নির্মল বিদ্যালয় সপ্তাহ অভিযান ২০১৯। আজকে ছিল বৃক্ষরোপন ও বাড়ি_সার্ভে_কর্মসূচি। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ পার্শ্ববর্তী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শৌচাগার ব্যবহারের গুরুত্ব, বিশুদ্ধ_পানীয় জলের ব্যবহার, জলের_অপচয় রোধে বিভিন্ন পরামর্শ, এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য খাল বিল ও বাড়ির আশেপাশে বহুদিন ধরে জমে থাকা জলে ব্লিচিং পাউডার ও ফিনাইল ব্যবহারের পরামর্শ দেন পরিবারের সদস্যদের। জলের অপচয় রোধে বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রামের মানুষদের হাতে তুলে দেওয়া হয় জলের_টেপ।