রতুয়ার কাহালা সূর্যাপুরে ফুলহার নদীর বাঁধ ভাঙ্গার আশঙ্কা

রতুয়ার কাহালা সূর্যাপুরে ফুলহার নদীর বাঁধ ভাঙ্গার আশঙ্কা।

রতুয়া(মালদা)২০,জুলাই: শুক্রবার ফুলহার নদীর জলস্তর কিছুটা কমলেও ভাঙ্গন অব্যাহত। ব্যাপক ভাঙ্গনের ফলে কাহালার সূর্যাপুরে ইতিমধ্যে বাঁধে ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে সূর্যাপুরের কাছে বাঁধের কিছু অংশ ফুলহার নদীগর্ভে তলিয়ে যায়। বাঁধ ভাঙার আশংকায় আতঙ্কে দিন গুনছেন কাহালা ও দেবীপুর অঞ্চলের সাধারণ মানুষ। তবে ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুক্রবার রাত থেকে বাঁধ ভাঙতে শুরু হয়েছে। আমরা খুবই আতঙ্কিত রাতে চোখের ঘুম হারিয়েছে। ব্যাপক হারে ভাঙ্গন চলছে,শেষ মুহূর্তে বাঁধ মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন যা নামে মাত্র কাজ। কাজ চলছে খুব ধীর গতিতে এভাবে কাজ চললে যেকোন মুহূর্তে বাঁধ ভেঙে সংরক্ষিত এলাকায় জল ঢুকতে পারে। চোখের সামনেই আমের আস্ত গাছ ফুলহর নদীতে তলিয়ে যাচ্ছে। আমাদের দাবি শুখা মরশুমে নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ করতে হবে ও স্থায়ী বাঁধ তৈরি করতে হবে।যে গতিতে নদী ভাঙ্গন শুরু হয়েছে অবিলম্বে মেরামতি না হলে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে রতুয়া-১ ব্লকের দেবীপুর,কাহালা বাহারাল অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। (ছবি ও তথ‍্য-পান্না),Click করুন ntvwb




Share on Whatsapp
Previous Post Next Post