গাজোলে বজ্রাঘাতে মৃত্যু হয় সায়েম আলি সহ আরও দুই জনের

     বজ্রাঘাতে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা

 

প্রাকৃতিক দুর্যোগে মৃত তিন পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিল মালদা জেলা প্রশাসন। শনিবার মালদা নিউ সার্কিট হাউসে এই পরিবারগুলির হাতে আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী, জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, বিধায়ক সমর মুখার্জি, জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা।
উল্লেখ্য গত ২৬ জুন গাজোলে বজ্রাঘাতে মৃত্যু হয় সায়েম আলি সহ আরও দুই জনের। মৃত পরিবারের হাতে আজ রাজ্য সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পরিজনদের হাতে চেক তুলে দেন মন্ত্রী গোলাম রব্বানি।
Share on Whatsapp
Previous Post Next Post