#চাঁচোল: গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলার৷ জখম হয়েছে ২ শিশু সহ আরও ১ মহিলা৷ দুর্ঘটনাটি ঘটেছে চাঁচোলের গালিমপুর এলাকায়৷
নিয়ন্ত্রণ হারিয়ে হাঠৎই বেরপোয়া গাড়ি ধাক্কা মারে পথচারীদের৷ তারপরই
উত্তেজনা ছড়ায় এলাকায়৷ গাড়ি ভাঙচুর শুরু করে উত্তেজিত জনতা৷ আগুন
লাগিয়ে দেওয়া হয় গাড়িতে৷আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে