মালদাঃ কলকাতার পর এবার কি মালদায় করােনার প্রকোপ?এই আতঙ্কে ঘুম।উড়েছে মালদাবাসি সহ রাজ্যবাসির। এমনই গুজব রটিযেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায়। 'করােনায় আক্রান্ত দুই' সােশ্যাল
মিডিয়ায় পােষ্ট করে গুজব রটান হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটার স্থানীয় দুই যুবক জগন্নাথ মন্ডল ওমহম্মদ মাসুদ। মুহুর্তে খবরটি ভাইরাল হয়ে পড়ে মালদা সহ সারা রাজ্যে। ভাইরাল হওয়া পােষ্ট দেখে মালদা জেলা সহ রাজ্যেবাসি আতঙ্কিত হয়ে। পরেন। সােশ্যাল মিডিয়া জুড়ে কমেন্টে ও শেয়ারের ঝড় উঠে।
পেন কার্ড অনলাইন সার্ভিস সেন্টার
গুজব রটানাের খবর পৌছায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা থেকে উৰ্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাদের কাছে তৎক্ষণাৎ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গুজব রটানাে দুই যুবককে তল্লাশি শুরু করে।থানায় ডাক পড়ে দুই যুবকের।পুলিশের কাছে ক্ষমা চেয়ে সােশ্যাল মিডিয়ায় পােষ্ট করে রাজ্যবাসীর কাছে ক্ষমা চান বলে সূত্রের খবর। জানা যায়, বৃহস্পতিবার সকালে জগন্নাথ মন্ডল ও মহম্মদ মাসুদ ভিন্ন রাজ্য থেকে আসা দুই শ্রমিকের করােনায় আক্রান্তের সত্যতা না জেনেই ইচ্ছা করে নিজ ফেসবুক প্রােফাইলে গুজব রটায় বলে প্রশাসন সূত্রে খবর।
এনিয়ে মালদা জেলা সহ সারা রাজ্য জুড়ে আতঙ্কের আবহাওয়া সৃষ্টি হয়। মালদা জেলার মানুষ দরজায় করােনার কড়া নাড়ানাের গুজবে মরিয়া হয়ে উঠে। হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু জানান, গুজব
রটানাের খবরটি পেতেই পুলিশ প্রশাসনকে। জানানাে হয়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গুজব রটানাে দুই যুবককে থানায় ডেকে পাঠায়। ভুলবশত গুজব রটানাের জন্য প্রশাসনের কাছে ক্ষমা চায় বলে জানা যায়।