প্রতি বছরের মতো, এবছরেও সোমবার চাঁচল-১ নং ব্লকের অন্তর্গত অলিহন্ডা অঞ্চলের কনুয়া গ্রামে শুরু হয়েছে নৈশ ঝার্নি প্রতিযোগীতা। দূর দূরান্তের ঝার্নি শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়ছে এই অনুষ্ঠান।এদিন অনুষ্ঠানের উদ্ভোদন করেন মালদা জেলাপরিষদের কৃষি সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রধান ও অন্যান্য বৈশিষ্ট্য গন।
সোমবার নৈশ ঝার্নি প্রতিযোগিতা ও মঙ্গলবার জয়ী শিল্পীদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আয়োজিত হয়। কনুয়া যুব ঐক্য মহরম কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই ঝার্নি প্রতিযোগিতা। প্রথম স্থান অধিকার করেছেন পাড়া হরিপুর, দ্বিতীয় স্থান অধিকার করেছে নৌগাছিয়া, তৃতীয় স্থানে ছিলেন কিসমত পুর।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছে বিভিন্ন ধরনের দোকান। দূর-দূরান্ত থেকে বহু ব্যবসায়ী মেলায় দোকান নিয়ে বসে। মেলায় জন সমাগম ঘটে প্রচুর। এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতে জমজমাট ঝার্নি প্রতিযোগীতার সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির বহন করে এদিনের অনুষ্ঠানে।
সোমবার নৈশ ঝার্নি প্রতিযোগিতা ও মঙ্গলবার জয়ী শিল্পীদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আয়োজিত হয়। কনুয়া যুব ঐক্য মহরম কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই ঝার্নি প্রতিযোগিতা। প্রথম স্থান অধিকার করেছেন পাড়া হরিপুর, দ্বিতীয় স্থান অধিকার করেছে নৌগাছিয়া, তৃতীয় স্থানে ছিলেন কিসমত পুর।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছে বিভিন্ন ধরনের দোকান। দূর-দূরান্ত থেকে বহু ব্যবসায়ী মেলায় দোকান নিয়ে বসে। মেলায় জন সমাগম ঘটে প্রচুর। এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতে জমজমাট ঝার্নি প্রতিযোগীতার সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির বহন করে এদিনের অনুষ্ঠানে।