মালদা- ট্রেনের এসি কামরার ছাদে উঠে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সারা শরীর আগুনে ঝলসে গিয়ে মৃত্যু হল এক রেল যাত্রীর। বিনোদ ভূঁইয়া (৪০ বছর) নামে ওই রেল যাত্রী মালদা টাউন স্টেশন এর এক নম্বর প্ল্যাটফর্মের দাঁড়িয়ে থাকা ফারাক্কা এক্সপ্রেস এর এওয়ান কোচের ছাদের উপরে উঠে যায় ফলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে জ্বলে যায় তার সারা শরীর। তড়িঘড়ি রেলকর্মীরা ট্রেনের ছাদ থেকে তাঁকে নামিয়ে রেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকেরা। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও তিন সন্তান। বাড়ি ঝাড়খণ্ডের হাজারীবাগে। ত্রিপুরায় কাজ করতো, সেখান থেকেই আজ মালদা হয়ে ফিরছিল বাড়ি।
