সাইকেল ভ্যান। আহত ৫ পড়ুয়া। সকাল ১০ টা নাগাদ
হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিওর গাড়ির ধাক্কায় উল্টে
গেল ছাত্র-ছাত্রী বােঝাই সাইকেল ভ্যান। ঘটনাটি ঘটে
হরিশ্চন্দ্রপুর কলেজের সামনে রাজ্য সড়কে। প্রাণে
বাঁচলেও আহত হয় ৫ জন পড়ুয়া, তড়িঘড়ি হরিশ্চন্দ্রপুর
গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে
বাসিন্দাদের বিক্ষোভে ধুন্দুমার বেধে যায়।
গাড়িটি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বিডিওর। তবে ওই সময়
গাড়িতে বিডিও ছিলেন না। চালক প্রচন্ড গতিতে গাড়ি
চালাচ্ছিলেন বলে অভিযােগ। সেই জন্যই নিয়ন্ত্রন
হারিয়ে স্কুল ভ্যানে ধাক্কা মারে। সেই ক্ষোভে বাসিন্দাদের
একাংশ চালককে মারধর করেন বলে অভিযােগ।
একাংশ গাড়িতে হামলা করে ভাংচুর করতে উদ্যত হন।
তবে সময়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে
আসে। এদিকে তারজালি দিয়ে ঘেরা সাইকেল ভ্যানে
বিপজ্জনকভাবে পড়ুয়াদের বহন করা হচ্ছে বলেও
অভিযােগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়ােজনীয়
ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুরের আইসি
সঞ্জয় কুমার দাস।