২ লক্ষ টাকার চেক তুলে দিলেন জগন্নাথপুর ঘাটে মহানন্দা নদীতে নৌকা ডুবিতে মৃত ব্যক্তিদের পরিবারের হাতে


দুই লাখ টাকা করে চেক বন্টন:জগন্নাথপুর ঘাটে মহানন্দা নদীতে নৌকা ডুবিতে মৃত ব্যক্তিদের পরিবার গুলোর হাতে ২ লক্ষ টাকা করে চেক প্রদান করা হলো।  মর্মান্তিক ঘটনা ঘটার পরের দিন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার গুলিকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। আজকে  চাঁচল সার্কিট হাউসে এক সরকারি অনুষ্ঠানে মৃত ৬ টি পরিবারের হাতে এই অনুদানের চেক বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী গোলাম রব্বানী, মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, রাজ্য মহিলা কমিশনের ভাইস-চেয়ারম্যান মৌসম নূর, জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। নৌকা ডুবির ঘটনায় মোট ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। গত ৩ অক্টোবর এই নৌকা ডুবির


ঘটনা ঘটে। মর্মান্তিক ঘটনার পাঁচ দিনের মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে 2 লক্ষ টাকা করে অনুদানের চেক প্রদান করা হলো। রাজ্য সরকারের এই দ্রুত পদক্ষেপকে প্রশংসা জানিয়েছেন এলাকাবাসী।
Previous Post Next Post