চাঁচলের পর এবার মালদা নৌকাডুবিতে মৃত্যু হলো তিন শিশুর।

Chanchal news,malda
বৈষ্ণবনগর
চাঁচলের পর এবার মালদা জেলারই বৈষ্ণবনগর। নৌকাডুবিতে মৃত্যু হলো তিন শিশুর। মঙ্গলবার রাত ৭.৩০ মিনিট নাগাদ কালিয়াচক ৩ নম্বর ব্লকের, ভুবন মন্ডল পাড়া এবং সচিত্র মন্ডল পাড়ার মধ্যে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যেবেলা একই নৌকা করে ভুবন মন্ডল পাড়া থেকে ১৫ জন কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সচিত্র মণ্ডলপাড়ায় আসছিলেন দূর্গা পূজার অনুষ্ঠান দেখতে।এখানে আসার পথে একটি ইটভাটার কাছে তাদের নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা ১২ জন কোনক্রমে সাঁতার কেটে প্রাণে বাঁচতে পারলেও তলিয়ে যায় ৩ শিশু। এদের মধ্যে দুজন একই পরিবারের ভাই বোন।

মৃতদের নাম দেবরাজ মন্ডল (৫), যুলি মন্ডল (৯), এরা সম্পর্কে ভাই বোন। অন্য শিশুর নাম প্রেম কুমার মন্ডল (১২)
এই ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Previous Post Next Post