মালদার পর বাংলাদেশের তিস্তা নদীর স্রোতে ভেসে গেল ১০ যাত্রী সহ নৌকা।

cHANCHAL NEWS,BANGLA NEWS
বাংলাদেশের তিস্তা নদীর

 ঢাকা ভারতের দিকে মহানন্দায় এই দুর্ঘটনার পর পরই বাংলাদেশে প্রবাহিত তিস্তার বুকে হল নৌকাডুবি।  সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদহ ও উত্তর  দিনাজপুরের মাঝে মহানন্দা নদীতে ডুবে যায় একটি নৌকা। তাতে এখনও বহু যাত্রী নিখোঁজ। আজ দুপুর ১২টার দিকে বাংলাদেশের কুড়িগ্রামে তিস্তা নদীতে খেয়া নৌকা ডুবে অন্তত ১০ জন নিখোঁজ
আরও পড়ুনঃহরিশ্চন্দ্রপুরের বেজপুরা গ্রামে একটি মোরগ এর দাম 10 হাজার টাকা। অবাক করা কান্ড
রয়েছে। বুড়িরহাট স্পারের কাছে খেয়া ঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা তিস্তা নদী পাড়ি দেয়ার সময় ডুবে যায়। এতে ১৫ জন সাতরিয়ে তীরে উঠতে পারলেও এখনাে ১০ জনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার
শিকার নৌকার মাঝি আকবর আলী জানান, টি-বাঁধের মাথায় ধাক্কা লেগে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এরপর প্রবলস্রোতে নৌকাটি ডুবে যায়। এরপর আর কিছু মনে নেই।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান জানান, কুড়িগ্রাম ফায়ার সার্ভিস টিম নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে।
আরও পড়ুনঃচাঁচলের ইসলামপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত মহিলা।
 ঘটনাস্থলে পুলিশ মােতায়েন করা হয়েছে। রাজারহাট থানার ওসি কৃষ্ণ চন্দ্র সরকার জানান, আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরহাট স্পরের কাছে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকা ২৫ জন যাত্রী নিয়ে তিস্তা নদী পাড়ি দেওয়ার সময় ডুবে যায়। এ সময় ১৫ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও ১০ জনের কোনাে খোঁজ
পাওয়া যাচ্ছে না।
Previous Post Next Post