গ্রেফতার গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত
গ্রেফতার হল পুরাতন মালদার নবাবগঞ্জের গুজরঘাটে
গৃহবধূকে গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত ধৃত ব্যক্তির নাম
অশােক সাহা ওরফে ড্যানি৷ জানা গিয়েছে, রবিবার গভীর
রাতে গাজোলের বড়বাঘদিঘি পলিয়াপাড়া এলাকা থেকে
মালদা থানার পুলিশ তাকে গ্রেফতার করে৷ ধৃতকে পুলিশি
হেপাজতের আবেদনে সােমবার মালদা জেলা আদালতে
পেশ করা হয়েছে৷ উল্লেখ্য, মঙ্গলবার রাতে নবাবগঞ্জের
গুজরটোলা ঘাটে গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ