মালদার গাজোল থেকে গ্রেফতার গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত


গ্রেফতার গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত
গ্রেফতার হল পুরাতন মালদার নবাবগঞ্জের গুজরঘাটে
গৃহবধূকে গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত ধৃত ব্যক্তির নাম
অশােক সাহা ওরফে ড্যানি৷ জানা গিয়েছে, রবিবার গভীর
রাতে গাজোলের বড়বাঘদিঘি পলিয়াপাড়া এলাকা থেকে
মালদা থানার পুলিশ তাকে গ্রেফতার করে৷ ধৃতকে পুলিশি
হেপাজতের আবেদনে সােমবার মালদা জেলা আদালতে
পেশ করা হয়েছে৷ উল্লেখ্য, মঙ্গলবার রাতে নবাবগঞ্জের
গুজরটোলা ঘাটে গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ

Previous Post Next Post