হরিশচন্দ্রপুর-২ ব্লকের মশালদহ হাসপাতালের রাস্তা সংস্কারের দাবি।

মশালদহ হাসপাতালের রাস্তার বেহাল দশা,
সংস্কারের দাবি।
হাসপাতালের রাস্তা সংস্কারের দাবি জানালেন
নিত্যযাত্রীরা। হরিশচন্দ্রপুর-২ ব্লকের মশালদহ
হাসপাতালের রাস্তা অনেক দিন ধরে বেহাল অবস্থায় পড়ে
আছে। রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকার ফলে নিশ্চয়যান,
মাতৃযান তথা রােগীদের গাড়ি চলাচল করতে অসুবিধে
হচ্ছে। এই রাস্তায় হাসপাতালে রােগী নিয়ে যাওয়ার সময়।
অনেকদিন বিপদও ঘটেযায় বলে নিত্যযাত্রীরা বলেন।
তাই তাঁদের পক্ষ থেকে এই রাস্তা অবিলম্বে সংস্কারের দাবি
জানানাে হয়েছে।

Previous Post Next Post