হরিশ্চন্দ্রপুর বেজপুরা গ্রামে অদ্ভুত এঁড়ে বাছুরের জন্ম হয়েছে। দেখুন ভিডিও


হরিশ্চন্দ্রপুর,২৮ অক্টোবর:মালদার হরিশ্চন্দ্রপুরে এক অদ্ভুত এঁড়ে বাছুরের জন্ম হয়েছে। গতকাল রবিবার মধ্যরাতে হরিশ্চন্দ্রপুর 2 নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা-দৌলতপুর গ্রামে এসদানি আলির বাড়িতে অদ্ভুত বাছুরটি জন্ম নিয়েছে।বাছুরটির মাথা ও জীভ উপর দিকে উল্টানো।
এই অদ্ভুত মাথা ও জীভ বিশিষ্ট বাছুরের জন্ম হওয়ার খবর এলাকায় প্রচার হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আশপাশের গ্রামের শত শত উৎসুক জনতা এক নজর দেখতে গাভীর মালিকের বাড়িতে ভিড় করতে থাকে।

এ ব্যাপারে গাভীর মালিক এসদানি আলির সাথে কথা বললে তিনি জানান, গাভীটি তিনি পার্শ্ববর্তী পাড়ার এক চাষির কাছ থেকে কিনে নিয়েছে। তিনি পেশায় একজন কৃষক। তিনি দীর্ঘ দিন যাবৎ গরুর বাছুর পালন করে আসছে।

গাভীটির প্রথম বাছুর মাথা ও জীভ অদ্ভূত বিশিষ্ট হওয়ায় আশে পাশের গ্রামের শত শত উৎসুক জনতা বাড়িতে গাভী দেখার জন্য ভিড় করছে।
ডাক্তারি সূত্রে জানা যায়, অনেক সময় কনজেনিটাল ডিফেক্টের (জন্মগত ত্রুটি ) কারণে এমনটা হয়ে থাকে। এ ধরণের ঘটনা সচারাচর দেখা যায় না।
Previous Post Next Post