খোদ সাংসদ খগেন মুর্মু গ্রাহক প্রতারণা চক্রের শিকার।

গ্রাহক প্রতারণার শিকার হলেন খোদ উত্তর মালদার সাংসদ। উত্তর মালদার সংসদ খগেন মুর্মু জানান গত 23 তারিখ তিনি একটি অনলাইন শপিং ওয়েবসাইট থেকে একটি মোবাইল ফোন অর্ডার করেন।

রবিবার সেই মোবাইল তাঁর বাড়িতে এসে পৌঁছায়।
রাত্রে বাড়ি ফিরে মোবাইলের প্যাকেট খুলে দেখেন
মোবাইল এর পরিবর্তে দুটি ইটের টুকরো।

সমস্ত ঘটনা জানিয়ে সোমবার তিনি ইংরেজবাজার থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Previous Post Next Post