মালদায় বাবার বকুনি খেয়ে অপমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল মেয়ে।

 বাবার বকুনি
খেয়ে অপমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার
চেষ্টা করল মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় মালদা
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে মালদা মানিকচক থানার লাবাদা
গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, অগ্নিদগ্ধ মেয়ের নাম জবা মন্ডল
(১৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে, সে স্থানীয়
মানিকচক হাই স্কুলের নবম শ্রেণীতে পড়াশােনা
করে। এদিন রাত্রিবেলায় কাজ সেরে বাবা বাড়িতে
ফিরে আসে। এরপর ওই ছাত্রীকে খাওয়ার গরম
করতে বলে। সে খাওয়ার গরম করতে অস্বীকার
করে। এরপর বাবা তাকে বকাবকি করতে থাকে।
সেই সময় ওই ছাত্রী ঘরে থাকা কেরােসিন তেল
| ঢেলে অপমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে।

ঘটনা দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তড়িঘড়ি
তাকে উদ্ধার করে স্থানীয় মানিকচক স্বাস্থ্য কেন্দ্রে
নিয়ে যায়। সেখান থেকে অবস্থা খারাপ হওয়ায়
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর
করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই
ছাত্রীর ৯৫ শতাংশ পুরে গিয়েছে। আশঙ্কাজনক
অবস্থায় চিকিৎসাধীন।
Previous Post Next Post