মালদায় বাংলা ভাষার দাবিতে বাংলা পক্ষের ডেপুটেশন।


 বাংলা ভাষার দাবিতে বাংলা পক্ষের
ডেপুটেশন
বাংলা ভাষা চালুর দাবিতে ব্যাঙ্কে স্মারকলিপি প্রদান
করল বাংলা পক্ষ মালদা জেলা শাখা। বুধবার মালদার
কানিরমােড়ে অবস্থিত এলাহাবাদ ব্যাঙ্কের ঝলঝলিয়া শাখা
এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের মালদা শাখাতে ৪ দফা দাবিতে
একটি স্মারকলিপি প্রদান করেন বাংলা পক্ষের সদস্যরা।
অভিযােগ, ব্যাঙ্কের নােটিশ, টাকা জমা দেওয়ার এবং
তােলার রশিদগুলিতে ইংরেজি, হিন্দি ভাষা থাকলেও নেই
বাংলা ভাষা। বাংলা ভাষা চালুর দাবি জানানাে হল এদিন।
Previous Post Next Post