হরিশ্চন্দ্রপুর সংবাদ মাধ্যমের (পোর্টাল) এডমিনকে বেধরক মারের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে।

chanchalnews,harishchandrapur,malda
শফিকুল ইসলাম
হরিশ্চন্দ্রপুরঃ  সোশ্যালমিডিয়া সংবাদ মাধ্যমের  (পোর্টাল) এডমিনকে বেধরক মারের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। মঙ্গলবার  ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েত এলাকায়।  সূত্রের খবর, এলাকায় চলছিল নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার ফলে কয়েক মাসের মধ্যেই ফাটল ধরে রাস্তায়।
ফাটল ধরে যাওয়ার রাস্তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়।

   আরও পড়ুনঃভারি বৃষ্টিতে বিহারে বন্যায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু

 সোশ্যাল মিডিয়ায় রাস্তার ছবি ভাইরাল করায় এই ঘটনা। হরিশ্চন্দ্রপুর 1নং ব্লকের ভিঙ্গোল পঞ্চায়েতের রহমতপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম। শফিকুুুল ইসলামের অভিযোগ ভিডিও ভাইরাল হওয়াার পর   হুমকি আসতে থাকে। সে ভয়ে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটি তুলে নেন। যেদিন তাকে সঞ্জীব গুপ্তা নামে এক ঠিকাদার কাজ দেওয়ার নাম করে একাই পঞ্চায়েতে ডেকে মারধর করে গোপনাঙ্গে লাথি মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দেয় পুলিশকে ধরিয়ে

আরও পড়ুনঃজলের তোড় সামলাতে ফরাক্কা ব্যারাজের সব ক'টি লকগেট খুলে দিল কর্তৃপক্ষ

দেওয়ার ও হুমকি দেয় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা শফিকুল ইসলামকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে ডাক্তারবাবুরা চাচোল সুপার স্পেশালিটি হাসপাতাল রেফার করে দেন ঠিকাদার ঠিকাদারের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় তার পরিবার অভিযোগ দায়ের করেছেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জীব কুমার দাস তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
সৌজন্যেঃ-আজ বাংলা

Previous Post Next Post