মামার বাড়ি বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার ২০ বছরের যুবতী।

chanchal news,harishchandrapur,malda
প্রতীকী ছবি

মালদা:মামার বাড়ি বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন এক যুবতী। মঙ্গলবার রাতে মালদার বামনগোলা থানার খুটা দহ এলাকার ঘটনা। অভিযোগ, পাকুয়াহাটে বেড়াতে যাওয়ার নাম করে তুলে নিয়ে গিয়ে চার থেকে পাঁচজন যুবক মিলে ওই যুবতীকে নেশাজাতীয় ইনজেকশন দিয়ে অচৈতন্য করে রাতভর গণধর্ষণ করে।
মামার বাড়ির লোকজন ওই যুবতীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। বুধবার তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে মাতৃমা বিভাগে তার চিকিৎসা চলছে। এই ঘটনায় মামার বাড়ির তরফে বামনগোলা থানায় পাঁচজন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তরা পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটির লঙ্কা এলাকা থেকে মায়ের সঙ্গে বামনগোলার খুটা দহ গ্রামে মামা বাড়িতে বেড়াতে এসেছিলেন ২০ বছরের ওই যুবতী। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা নিত্য বিশ্বাস, বিকাশ বিশ্বাস সহ কয়েকজন যুবক পাকুয়াহাটে ঘুরতে যাওয়ার নাম করে মঙ্গলবার সকালে ওই যুবতীকে তুলে নিয়ে যায়। রাতভর ওই যুবতীর খোঁজ পায়নি আত্মীয়রা।

বুধবার সকালে এলাকা থেকে ওই যুবতীকে অচেতন অবস্থায় উদ্ধার করে মামার বাড়ির লোকজন। তারপর আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই যুবতীর মামির অভিযোগ, নিত্য, বিকাশ সহ কয়েকজন যুবক ভাগ্নিকে তুলে নিয়ে যায় এবং ভাগ্নির শরীরে নেশাজাতীয় ইনজেকশন দিয়ে বেহুশ করে রাতভর ওই দুই যুবক সহ চার-পাঁচ জন মিলে ভাগ্নিকে ধর্ষণ করে।

Previous Post Next Post