পাটনা |
বি.বি নিউজ ওয়েবডেস্কঃ গত কয়েক দিনের অনবরত ভারি বৃষ্টিতে বিহারের রাজধানী পাটনাসহ বিস্তীর্ণ এলাকা জলের নিচে তলিয়ে গেছে। বন্যার ফলে ইতিমধ্যে মধ্যে সে রাজ্যে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃজলের তোড় সামলাতে ফরাক্কা ব্যারাজের সব ক'টি লকগেট খুলে দিল কর্তৃপক্ষ
আজ রাজ্যের ২৪ জেলায় আরো বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে সেখানকার আবহাওয়া দপ্তর। এ কারণে আজ মঙ্গলবার পর্যন্ত পাটনার স্কুলগুলো বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বন্যায় বিহারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল পাটনা, সেখানে বহু অঞ্চলেই পাঁচ থেকে ছয় ফুট জল জমে গেছে। জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছে মানুষ। আটকেপড়া বাসিন্দাদের অধিকাংশকে উদ্ধার করে নৌকার মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এলাকা প্লাবিত হলেও এখনো অনেকে নিজেদের বাড়িতে অবস্থান করছেন।
আরও পড়ুনঃমালদায় বন্যা দুর্গতদের পাশে (AIMIM) অল্ ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন।
বন্যায় প্লাবিত মানুষকে উদ্ধার করতে স্থানীয় কর্তৃপক্ষের ক্রেনগুলোও ব্যবহার করা হচ্ছে।
এলাকার বিভিন্ন জায়গায় বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ ও সুপেয় জল সরবরাহ ব্যবস্থা।
ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ১৯টি দল মোতায়েন করা হয়েছে।
আমাদের হোয়াটসআপ গুরুপে যুক্ত হতে ক্লিক করুন: Whatsapp
আমাদের Facebook গুরুপে যুক্ত হতে ক্লিক করুন:Facebook