জন্মের পরেই মারা গিয়েছে সন্তান। আর স্বাভাবিক ভাবেই এই কঠিন সত্য মেনে নিতে পারছেননা মা-বাবা কেউই। কিন্তু সেই কঠিন বাস্তবকে মেনে নিয়ে সন্তানের মৃতদেহকে বুকে জড়িয়ে কবর দিতে যান বাবা। কিন্তু কবর দেওয়ার জন্য মাটি খুঁড়তেই মিলল অপর এক সদ্যজাতের দেহ। মাটির নিচে কবর দেওয়া ওই জীবিত শিশুটিকে উদ্ধার করেন উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা এক ব্যবসায়ী।
হিতেশ কুমার নামে ওই ব্যবসায়ীর স্ত্রী বৈশালী। পেশায় তিনি একজন সাব ইনস্পেক্টর। সন্তান সম্ভবা বৈশালীর গত বুধবার প্রসব যন্ত্রনা ওঠায় তাকে তড়িঘড়ি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এক অপরিণত শিশু সন্তানের জন্ম দেন বৈশালী। কিন্তু জন্মের কিছু মিনিট বাদেই মৃত্যু হয় ওই শিশুটির। খবর পেয়েই শকাহত হন হিতেশ ও তাঁর স্ত্রী বৈশালী। কিন্তু কষ্টের হলেও বাস্তব এই সত্যকে মেনে নিতে হন তাঁরা। অনশেষে সদ্যজাত ওই শিশুটিকে কবর দিতে নিয়ে যান হিতেশ।
মাটি খুড়তে শুরু করলে মাটির অগভীরে শক্ত কিছু অনুভব করেন হিতেশ। সেই জিনিসটিকে মাটির নীচ থেকে টেনে তুলতে গিয়ে ওই ব্যযবসায়ী দেখেন সেটি একটি মাটির পাত্র। এবং সেই পাত্রের মধ্যে রয়েছে একটি সদ্যজাত শিশুকন্যা। জীবিত সদ্যজাতকে এই ভাবে মাতির নীচে কবর দিয়ে রাখায় চক্ষু চড়কগাছ হয় হিমেশের। তারপরেই ওই সদ্যজাতকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছান তিনি। একটু দুধের জন্য ছটফট করে ওই সদ্যজাত। তারপরই ওই শিশুটিকে সকলে মিলে দুধ খাওয়ান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।