![]() |
| রতুয়া |
[আরও পড়ুনঃ
নিজের মৃত সন্তানকে কবর দিতে গিয়ে মাটির নিচ থেকে মিলল জীবত সদ্যজাত শিশুকন্যা
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার বাহারাল সাহাপুর অঞ্চলে প্রায় দশ কাঠা জমি রয়েছে আহত সিন্টু শেখ ও তাঁর পরিবারের। আর এই জমিকে কেন্দ্র করেই শুক্রবার সকালে স্থানীয় তৃণমূলের দাপুটে নেতা মহম্মদ ইয়াসমিনের ভাই হাসিম শেখের সঙ্গে বিরোধ বাঁধে সিন্টু ও তাঁর বাড়ির লোকের। জানা গিয়েছে, নিজের বাড়ির পাশেই দশ কাঠা জমি রয়েছে সিন্টুদের। আর তাঁর পাশেই আরেকটি জমি রয়েছে মহম্মদ ইয়াসমিনের ভাই হাসিম শেখের । সূত্রের খবর, শুক্রবার সিন্টুর এই জমিটিকে অবৈধ ভাবে দখল করতে যান তৃণমূলের ওই নেতার ভাই। তাঁর সঙ্গে দলবলও যায় বলে জানা গিয়েছে।
শুধু তাই নয় আরও জানা গিয়েছে,জমি দখলে বাঁধা দিতে এলে সিন্টুকে মারধোর করে বলে পুলিশের কাছে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, শুক্রবার সকালে হঠাৎ করে দলবল নিয়ে সিন্টুর জমিতে ঢুকে পড়ে হাসিম শেখ। আরও জানা গিয়েছে, কোনও কারন ছাড়াই অবৈধ ভাবে জমি দখলে বাঁধা দিতে গেলে এরপরই সিন্টুকে লক্ষ্য করে গুলি চালায় হাসিম। সকাল সকাল শুট আউটের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, আহত সিন্টুকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এদিকে জমি দখলকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনায় তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ। এদিকে অবৈধভাবে জমি দখল এবং যুবকের উপর হামলার ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা দুলাল সরকারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, এই ঘটনায় তাঁর দল জড়িত নয়। তিনি আরও জানিয়েছেন, কেউ অপরাধ করলে তাকে ছাড়া হবেনা। প্রশাসন তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।
