চাঁচলঃ : জেলায় ছিনতাইয়ের রমরমা বেড়েই চলেছে। কোথাও বাইক,কোথাও টাকা আবার কোথাও মােবাইল ফোন।একই দিনে শিক্ষিকার বাড়ির গেট থেকে মােবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে গেল মালদহের সামসী এলাকায়। জানা যায়, গােয়ালপাড়া উচচ বিদ্যালয়ের শিক্ষিকা আরজু তামান্না রতুয়ার সামসী অঞ্চলের মসজিদ পাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকেন। এদিন সন্ধ্যায় শিক্ষিকা তার বাড়ির গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করার পূর্বে বছর উনিশের তরতাজা এক যুবক তার কাছে সামসি স্টেশন যাওয়ার রাস্তা জানতে চান।
চাঁচলঃ : জেলায় ছিনতাইয়ের রমরমা বেড়েই চলেছে। কোথাও বাইক,কোথাও টাকা আবার কোথাও মােবাইল ফোন।একই দিনে শিক্ষিকার বাড়ির গেট থেকে মােবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে গেল মালদহের সামসী এলাকায়। জানা যায়, গােয়ালপাড়া উচচ বিদ্যালয়ের শিক্ষিকা আরজু তামান্না রতুয়ার সামসী অঞ্চলের মসজিদ পাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকেন। এদিন সন্ধ্যায় শিক্ষিকা তার বাড়ির গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করার পূর্বে বছর উনিশের তরতাজা এক যুবক তার কাছে সামসি স্টেশন যাওয়ার রাস্তা জানতে চান।
