মালদহের সামসী এলাকায় ছিনতাই অভিযুক্ত পলাতক


চাঁচলঃ : জেলায় ছিনতাইয়ের রমরমা বেড়েই চলেছে। কোথাও বাইক,কোথাও টাকা আবার কোথাও মােবাইল ফোন।একই দিনে শিক্ষিকার বাড়ির গেট থেকে মােবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে গেল মালদহের সামসী এলাকায়। জানা যায়, গােয়ালপাড়া উচচ বিদ্যালয়ের শিক্ষিকা আরজু তামান্না রতুয়ার সামসী অঞ্চলের মসজিদ পাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকেন। এদিন সন্ধ্যায় শিক্ষিকা তার বাড়ির গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করার পূর্বে বছর উনিশের তরতাজা এক যুবক তার কাছে সামসি স্টেশন যাওয়ার রাস্তা জানতে চান।


 শিক্ষিকা সঠিক পথ দেখায় ওই পথচারীকে। কথােপকথনের মধ্য দিয়ে তক্ষনাৎ শিক্ষিকা তামান্নার হাতে থাকা দু'টি দামি মােবাইল হ্যান্ডসেট ছিনতাই করে পালিয়ে যায় ওই যুবক। সামসি পুলিশ ফাঁড়িতে বৃহস্পতিবার ছিনতাইয়ের অভিযােগ দায়ের করেছেন ওই শিক্ষিকা বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ এস আই মৃণাল চট্টোপাধ্যায়।সামসি এলাকায় চুরি-ছিনতাই ক্রমশ দিন দিন বেড়েই চলেছে। প্রশাসন এবিষয়ে সজাগ হলে এইরকম ঘটনা হ্রাস পাবে বলে দাবী করছেন সামসি বাসী।


Previous Post Next Post