মালদার রতুয়া দূর্গাপুর গ্রামে নদীতে স্নানে নেমে মৃত্যু হলাে কিশােরের।


মালদা রতুয়া থানার দেবীপুর অঞ্চলের
দূর্গাপুর গ্রামে নদীতে স্নানে নেমে মৃত্যু হলাে কিশােরের।
পুলিশ সূত্রে জানাগেছে, মৃত কিশােরের নাম মােহাম্মদ
রমজান(১২)। বিহারের কাঠিয়ার জেলার হাপলা
এলাকার বাসিন্দা।রতুয়া থানার দূর্গাপুর গ্রামের বাসিন্দা
ফেকু সবজির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসেন ওই
কিশাের। দুপুর নাগাদ মামা মােহাম্মদ রমজান ও ভাগ্নে
মােহাম্মদ ইরফান বাড়িতে সামান্য দূরে মহানন্দা নদীতে
স্নানে নামেন। দুজনেই জলে তলিয়ে যায়। 
আরও পড়ুনঃমালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গণপিটুনিতে গুরুতর আহত দুই মুসলিম যুবক
স্থানীয়দের
প্রচেষ্টায় ভাগ্না প্রাণে বাঁচলেও জলে তলিয়ে যায় মামা
মােহাম্মদ রমজান। এরপর তল্লাশিতে নামে বিপর্যয়
মােকাবিলা দপ্তরের কর্মীরা। প্রায় তিন ঘন্টা তল্লাশি
অভিযানের পর উদ্ধার হয় কিশােরের মৃতদেহ। ঘটনায়
শােকাহত রতুয়া থানার দূর্গাপুর গ্রাম।
Previous Post Next Post